বৈরিতা নয়, সিউলের সঙ্গে বন্ধুত্ব চাইল পিয়ংইয়ং

নতুন বছরের শুরুতেই বৈরী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানাল উত্তর কোরিয়া। গতকাল শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত শীর্ষস্থানীয় তিনটি পত্রিকায় একযোগে প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, ‘উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান সংঘাতমূলক অবস্থার দ্রুত অবসান হওয়া উচিত। এ পরিস্থিতি থেকে দুই দেশ যত দ্রুত বের হতে পারবে, ততই মঙ্গল বয়ে আনবে।’ এতে আলাপ-আলোচনার ওপর গুরুত্বারোপ করে বলা হয়, দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতাকে উৎসাহিত করা উচিত। কোরীয় উপত্যকা থেকে যুদ্ধের আশঙ্কা দূর করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সম্পাদকীয়তে।কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়ায় ওই পত্রিকাগুলোতে নববর্ষ উপলক্ষে লেখা সম্পাদকীয়তে আরও বলা হয়, আন্তকোরীয় সম্পর্কের উন্নয়নের জন্য এ বছর তাদের আরও জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। আলোচনা ও সহযেগিতার একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তাদের আরও সক্রিয় হতে হবে। সবকিছুর ওপর স্থান দিতে হবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জাতীয় স্বার্থকে।তবে, দক্ষিণ কোরিয়ার এই শান্তির পদক্ষেপকে অনেকে দেখছেন দেশটির নতুন নেতার জন্য পথ পরিষ্কারের উদ্যোগ হিসেবে। সিউলের ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন মনে করছেন, পিয়ংইয়ং এই মুহূর্তে কোরীয় উপত্যকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চাইছে, যাতে তাদের নতুন নেতা কিম জং উন শান্তিপূর্ণ একটি পরিবেশে দায়িত্ব নিতে পারেন। উত্তর কোরীয় নেতা কিম জং ইলের ছোট ছেলে উন। স্বাস্থ্যগত কারণে কিম জং ছেলের হাতেই ক্ষমতা ছেড়ে দিতে যাচ্ছেন। উনকে সম্প্রতি জেনারেলের পদে উন্নীত করা হয়, দেওয়া হয় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় পদ।সম্পাদকীয়তে অবশ্য কিছু সতর্কবাণীও উচ্চারণ করা হয়েছে। এতে বলা হয়, তারা দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া এবং অস্ত্র ও সমরশক্তি বাড়ানোর ওপর নজরদারি অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলা হয়, বাইরের কোনো শক্তি যাতে তাদের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে, সে ব্যাপারেও তারা সদা সতর্ক থাকবে।গত বছর দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে উত্তর কোরিয়া অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন বেসামরিক দক্ষিণ কোরীয় নাগরিক নিহত হন। এরপর গত ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘পবিত্র যুদ্ধে’র ঘোষণা দেয় উত্তর কোরিয়া। প্রয়োজনে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে বলেও হুমকি দেয়।

No comments

Powered by Blogger.