ইউক্রেনে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে স্তালিনের ভাস্কর্য

ইউক্রেনে স্থানীয় কমিউনিস্ট পার্টির কার্যালয়ে ঢুকে সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের ভাস্কর্য উড়িয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে জাপোরিঝিয়া শহরে এই ঘটনা ঘটে।
স্থানীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে একজন সন্ত্রাসী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক সদর দপ্তরে প্রবেশ করে। কয়েক মিনিটের মধ্যে সে সেখানে থাকা স্তালিনের ভাস্কর্য লক্ষ্য করে বিস্ফোরক দ্রব্য ছুড়ে মারে। এতে ভাস্কর্যটি ধ্বংস হয়ে যায়।বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পার্টির কার্যালয় বেশ ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘ডানপন্থীদের পক্ষ থেকে কেউ এই কাজ করেছে। এটি সন্ত্রাসী কাজ বলে মনে করি।’

No comments

Powered by Blogger.