দলকে মানসিক শক্তি ধারণ করতে বললেন ফার্গুসন

টটেনহ্যাম হটসপারের বিপক্ষে ১০ জনের দল নিয়েও আত্মপ্রত্যয়ী খেলা কোচ স্যার আলেক্স ফার্গুসনকে দারুণ অনুপ্রাণিত করেছে। তাঁর মতে, ‘টটেনহ্যামের বিপক্ষে ১০ জনের দল নিয়েও ড্র করে ছেলেরা দেখিয়ে দিয়েছে তাঁদের মানসিক সক্ষমতা।’ তিনি মনে করেন, ‘মৌসুমের বাকি সময়টা এমন মানসিক শক্তি নিয়ে যদি রেড ডেভিলরা খেলতে পারে, তাহলে এবার তাদের হাত থেকে কেউই শিরোপা কেড়ে নিতে পারবে না।’
টটেনহ্যামের সঙ্গে গোল-শূন্য ড্রয়ের পরও ম্যানচেস্টার ইউনাইটেড গোল গড়ে লিগের পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে।
গতকালের খেলায় শেষ ১৬ মিনিট রাফায়েল ডি সিলভার লাল কার্ডের ফলে ম্যানচেস্টার ইউনাইটেড ১০ জন নিয়ে খেলে। এ সময় টটেনহ্যাম গোলোর জন্য বারবার ম্যান ইউ সীমানায় আক্রমণের স্রোত বইয়ে দিলেও নেমানজা ভিদিচের নেতৃত্বে বাকি খেলোয়াড় দলের রক্ষণব্যূহকে দারুণ প্রত্যয়ে আগলে রাখেন।
আক্রমণের দুর্বলতার জন্য কাল টটেনহ্যামের বিপক্ষে গোল পায়নি ম্যান ইউ। তার পরও কোচ ফার্গুসন তাঁর দলের খেলায় খুশিই। তিনি বলেন, ‘এ খেলা খেলে যেতে পারলে গোল আসবেই। এতে চিন্তার কোনো কারণ নেই।’
ম্যানচেস্টার ইউনাইটেড এ মুহূর্তে অপেক্ষায় রয়েছে চেলসি ও ব্ল্যাকপুলের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের। এ দুটি ম্যাচই প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপার দাবি জোরালো করবে। ফার্গুসন এ ব্যাপারে বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে। তবে চেলসি ও ব্ল্যাকপুলের বিপক্ষে ম্যাচ দুটিতেও আমাদের খেলার বর্তমান ধারা ধরে রাখতে হবে।’
ফার্গুসন আরও বলেন, ‘আমি আগেই জানিয়েছি, এবারের মৌসুমটা একটা আকর্ষণীয় সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দলেরই লিগ জেতার সুযোগ রয়েছে। টটেনহ্যামও এ লড়াইয়ের বাইরে নয়। মৌসুমের এমন একটি সময়ে যে দল জেতার অভ্যাসটা ধরে রাখবে এবং একই সঙ্গে নিজেদের মানসিক শক্তিকে ধারণ করতে পারবে শিরোপার সম্মানটা ভাগ্যে জুটবে।’
চেলসির বিপক্ষে ম্যাচটিকে ‘বড় লড়াই’ হিসেবে আখ্যায়িত করেছেন ফার্গুসন। তিনি বলেন, ‘ওই ম্যাচে আমাদের জিততেই হবে।’ ব্ল্যাকপুলকেও এ মুহূর্তে লিগের অন্যতম দারুণ দল হিসেবে অভিহিত করেছেন তিনি।
রাফায়েল ডি সিলভার লাল কার্ড নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ফার্গুসন। তিনি বলেছেন, ‘এ ব্যাপারটি নিয়ে সত্যিই আমি কোনো কথা বলতে চাই না। মাঠে কী হয়েছে, সবাই তা দেখেছে। রাফায়েলের লাল কার্ড সঠিক ছিল কি না, তা দর্শকেরাই বিচার করুক।’
রেফারি মাইক ডিন ব্রাজিলীয় রিক্রুট রাফায়েলকে এক বিতর্কিত পরিস্থিতিতে লাল কার্ড দেখান। রাফায়েলের লাল কার্ডে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে মোটামুটি একটা অসন্তুষ্টিই পরিলক্ষিত হয়েছে। কারণ, এ একটি কার্ডেই প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থানটা নড়বড়ে হয়ে যেতে বসেছিল।

No comments

Powered by Blogger.