নারীশিক্ষা বন্ধের নীতি থেকে সরে আসছে তালেবান

আফগাস্তািনে নারীশিক্ষা বন্ধের নীতি থেকে সরে আসছে তালেবান। দেশটির শিক্ষামন্ত্রী ফারুক ওরয়াদাক এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার ওপর তালেবান যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটা প্রত্যাহারের জন্য তারা (তালেবান) এখন প্রস্তুত।ব্রিটেনের টাইমস এডুকেশনাল সাপ্লিমেন্টকে (টিইএস) দেওয়া সাক্ষাৎকারে ফারুক ওরয়াদাক বলেন, আফগানিস্তানে সাংস্কৃতিক পরিবর্তন আসছে। তালেবান এখন আর নারীশিক্ষার বিরোধিতা করছে না।আফগান সরকারের সঙ্গে লড়াইরত তালেবান কর্তৃপক্ষ এ ব্যাপারে অবশ্য কোনো মন্তব্য করেনি।
তালেবান শাসনামলে আফগানিস্তানে নারীদের কাজ করা ও বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মার্কিন অভিযানে ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হয়।টিইএসকে ফারুক ওরয়াদাক বলেন, তালেবানের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারক মহল সূত্রে তিনি জানতে পেরেছেন, তারা আর সাধারণ শিক্ষা এবং নারীশিক্ষার বিরোধিতা করবে না।
শিক্ষামন্ত্রী এটাও স্বীকার করেন, তালেবানের বিরোধিতা ছাড়াও আফগান সমাজে ছেলেমেয়দের বিদ্যালয়ে পড়তে না দেওয়ার একটা প্রবণতা আছে। এ কারণে আফগানিস্তানের অনেক প্রদেশে নারী বা পুরুষ শিক্ষক পাওয়া যায় না। বিবিসি।

No comments

Powered by Blogger.