বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় কিউইরা

প্রথম টেস্টে দুই ইনিংসেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের কারণে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় টেস্টেও খুব একটা ভালো অবস্থান তৈরি করতে পারেনি স্বাগতিকেরা। আজ প্রথম দিনের খেলা শেষে ছয় উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২৪৬ রান। ১৮০ রানেই ছয় উইকেট তুলে নিয়ে কিউইদের বেশ ভালো রকম চাপের মুখে ফেলে দিয়েছিলেন পাকিস্তানি বোলাররা। কিন্তু সপ্তম উইকেট জুটিতে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ও রিস ইয়ং। ভেট্টরি ৩৮ ও ইয়ং ২৮ রানে অপরাজিত আছেন।
আজ দিনের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই একটা বড় ধরনের ধাক্কা খায় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই ব্রেন্ডন ম্যাককালামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান উমর গুল। ২১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান কেন উইলিয়ামসন। এবারও উইকেট শিকারি উমর গুল। তৃতীয় উইকেট জুটিতে ৫২ রান যোগ করেন মার্টিন গুপ্তিল ও রস টেলর। কিন্তু ৩৩তম ওভারের শেষ দুই বলে গুপ্তিল ও জেসি রাইডারকে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে চাপের মুখে ফেলে দেন তানভির আহমেদ। নিউজিল্যান্ডের স্কোর তখন চার উইকেটে ৯৮ রান। পঞ্চম উইকেট জুটিতে আবার ৬৮ রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দেন জেমস ফ্রাঙ্কলিন ও টেলর। কিন্তু এই জুটিটাকে খুব বেশি বিপজ্জনক হয়ে উঠতে দেননি বাঁহাতি স্পিনার আবদুর রেহমান। ৩৩ রান করা ফ্রাঙ্কলিনকে বাধ্য করেন উইকেটের পেছনে ক্যাচ দিতে। কয়েক ওভার পর টেলরের উইকেটটাও তুলে নিয়ে পাকিস্তানকে খেলায় ফিরিয়েছেন ওয়াহাব রিয়াজ। ৭৮ রানের চমত্কার এক ইনিংস খেলে ফিরে গেছেন টেলর।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস, প্রথম দিন শেষে) ২৪৬/৬
রস টেলর ৭৮, ড্যানিয়েল ভেট্টরি ৩৮*, রিস ইয়ং ২৮*
উমর গুল ২/৫৩, তানভীর আহমেদ ২/৬৩। রয়টার্স।

No comments

Powered by Blogger.