ব্রিটেনের উপনির্বাচনে লেবার পার্টির জয়

ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টি গতকাল শুক্রবার অনুষ্ঠিত একটি উপনির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে। বিগত সাধারণ নির্বাচনে হেরে ক্ষমতা হারানোর পর দলটি এ জয় পেল।ওল্ডহ্যাম ইস্ট অ্যান্ড স্যাডলওয়ার্থ আসনের এ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী ডেবি আব্রাহাম পান ১৪ হাজার ৭১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলউইন ওয়াটকিনস পান ১১ হাজার ১৬০ ভোট। এ ছাড়া কনজারভেটিভ পার্টির প্রার্থী পান চার হাজার ৪৮১ ভোট।লেবার পার্টির সাবেক মন্ত্রী ফিল উলস ওয়াটকিনস সম্পর্কে মিথ্যা বলায় একটি বিশেষ আদালত নির্বাচনের ওই ফলাফল বাতিল করেন। এর পরিপ্রেক্ষিতে গতকালের ওই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত মে মাসে অনুষ্ঠিত ওই নির্বাচনে লেবার পার্টি ১০৩ ভোটে বিজয়ী হয়েছিল।নির্বাচনে জয়ের পর ডেবি আব্রাহাম বলেন, লেবার পার্টি সামনে এগিয়ে চলার যে দীর্ঘ যাত্রা শুরু করেছে, এ জয় তার প্রথম পদক্ষেপ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ডেভিড ক্যামেরন, আপনাকে জনগণের কথা শুনতে হবে, ভাবতে হবে এবং যেসব সংস্কার করছেন, তা পরিবর্তন করতে হবে।’
লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বলেন, কর ও শিক্ষা খাতে খরচ বৃদ্ধি এবং বিভিন্ন সেবামূলক খাতে ব্যয়সংকোচন নীতির বিরুদ্ধে এটি একটি সুস্পষ্ট বার্তা।

No comments

Powered by Blogger.