ফলাফল ঘোষণা ছাড়াই শেষ চট্টগ্রাম চেম্বারের সভা

ফলাফল ঘোষণা ছাড়াই শেষ হয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসি) বার্ষিক সাধারণ সভা। তবে আজ বুধবার সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্বভার বুঝে নিয়েছেন।
চেম্বারের বিদায়ী সভাপতি এবং আজকের সভার সভাপতি এম এ লতিফ বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ফল ঘোষণা করা হয়নি। নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করেছে।’
নবনির্বাচিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম প্রথম আলোকে বলেন, স্বয়ংক্রিয়ভাবে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের ফলাফল ঘোষণা ৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি মো. আবদুল হাইয়ের নেতৃত্বাধীন হাইকোটের একক অবকাশকালীন বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
৭ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার অভিযোগ এনে ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশ চেয়ে চেম্বারের সাবেক পরিচালক আজফার আলী আবেদনটি করেন।

No comments

Powered by Blogger.