সয়াবিন ৯০ ও পামঅয়েল ৮৬ টাকা পুনর্নির্ধারণ

লিটারে চার টাকা করে বাড়িয়ে ভোজ্যতেলের নতুন দাম বেঁধে দিয়েছে সরকার। আগের দফায় শুধু সয়াবিনের দাম বেঁধে দেওয়া হলেও এবার বেঁধে দেওয়া হয়েছে পামঅয়েলের দামও। এখন থেকে ঢাকার খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার সর্বোচ্চ ৯০ টাকায়। চট্টগ্রামের ক্ষেত্রে এ দাম হবে লিটারপ্রতি ৮৮ টাকা। অন্যদিকে খোলা পামঅয়েলের লিটারপ্রতি সর্বোচ্চ খুচরা দাম ঢাকায় ৮৬ আর চট্টগ্রামে ৮৫ টাকা। খোলা সয়াবিনের তুলনায় পেট বোতলজাত তেলের দাম সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি হবে। শুধু এক লিটারের বোতলের ক্ষেত্রে যোগ হবে বোতলের মূল্য। কাল বৃহস্পতিবার থেকে পরবর্তী ১৫ দিনের জন্য এ দাম কার্যকর হবে। ঢাকার দাম সারা দেশের জন্য আর চট্টগ্রামের দাম বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রযোজ্য। ভোজ্যতেল পরিশোধন কারখানা-মালিকদের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ নতুন এ সিদ্ধান্তের কথা জানান। খুচরার পাশাপাশি মিলগেটের নতুন দামের কথাও জানান এ কে আজাদ। মিলগেটে সয়াবিনের নতুন দাম ঢাকায় ৮৮ আর চট্টগ্রামে ৮৭ টাকা। পামঅয়েলের ক্ষেত্রে মিলগেটের দাম ঢাকায় ৮৪ আর চট্টগ্রামে ৮৩ টাকা।বাণিজ্যসচিব গোলাম হোসেন সংবাদ সম্মেলন শুরু করেই এফবিসিসিআইয়ের সভাপতিকে সিদ্ধান্ত জানানোর অনুরোধ করেন। এ সময় অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক হেলালউদ্দিন, টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর এবং মূল্য পরিস্থিতি তদারক করতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে সাত সদস্যের যে কমিটি করা হয়েছিল, তার সদস্যরা উপস্থিত ছিলেন।দর নির্ধারণ বিষয়ে ১৫ দিন পর আবারও বৈঠকের কথা জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া আর ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারের গতিবিধি সব সময় নজরে রাখা হবে। আর ১৫ দিন পর আবার যে বৈঠক হবে তাতে দর বাড়তেও পারে, কমতেও পারে।

No comments

Powered by Blogger.