ডিএসইতে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার তালিকাভুক্ত বেশির ভাগ প্রতিষ্ঠনের শেয়ারের দাম কমেছে। তবে মিউচুয়াল ফান্ড খাতে চাঙাভাব লক্ষ করা গেছে। অন্যান্য খাতগুলোয় মিশ্র অবস্থা দেখা যায়।
খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ মিউচুয়াল ফান্ড খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টি প্রতিষ্ঠানের ইউনিটেরই দাম আজ বেড়েছে। এ ছাড়া ব্যাংক খাতের ৩০টির মধ্যে ১৬টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে সাতটির, বিমা খাতের ৪৪টির মধ্যে ২৩টির দাম বাড়ে। তবে সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে চারটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে চারটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে সাতটির, আর্থিক প্রতিষ্ঠানের ২১টির মধ্যে সাতটির, খাদ্য খাতের ১৩টির মধ্যে তিনটির, আইটি খাতের পাঁচটির মধ্যে একটির, বিবিধ খাতের নয়টির মধ্যে দুইটির, ওষুধ খাতের ১৯টির মধ্যে পাঁচটির, টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোন ও বস্ত্র খাতের ২২টির মধ্যে নয়টি প্রতিষ্ঠানের দাম কমে যায় আজ। গ্রামীণফোনের শেয়ারের দাম আজ ৪ দশমিক ৯২ শতাংশ বা ১৪ টাকা কমে ২৬৪.১০ থেকে ২৯২ টাকার মধ্যে লেনদেন হয়।

No comments

Powered by Blogger.