ভারত-নিউজিল্যান্ড টেস্টে ‘বাংলাদেশ’

ম্যাচটি আহমেদাবাদে। খেলবে ভারত ও নিউজিল্যান্ড। শচীন টেন্ডুলকারের ৫০তম টেস্ট সেঞ্চুরি কিংবা টেস্ট র্যা ঙ্কিংয়ে ভারতের শীর্ষস্থান আরও সংহত হবে কি না, সেটিরই বেশি আলোচনা হওয়া উচিত। আলোচনা এ নিয়ে চলছেও। তবে দুই দলের ৩ টেস্টের সিরিজে আজ থেকে শুরু হতে যাওয়া প্রথমটিতে ঘুরেফিরে বাংলাদেশও আসছে। ব্যাপারটা অদ্ভুত ঠেকলেও বাংলাদেশ প্রসঙ্গ আসাটা অযৌক্তিকও তো নয়।
কদিন আগেই বাংলাদেশ থেকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে নিউজিল্যান্ড। ভারত সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ডের ক্রিকেটে এ নিয়ে তোলপাড়ও হয়েছে অনেক। আজ ম্যাচে নামার আগে সাংবাদিকদের মূল যে প্রশ্নটির জবাব দিতে হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। বাংলাদেশের বিপক্ষে অমন পরাজয়ের দুঃস্মৃতি মুছে ভারতের বিপক্ষে ভালো করতে পারবে নিউজিল্যান্ড?ভেট্টোরি ‘হ্যাঁ’সূচক মাথাই নেড়েছেন। টেস্ট র্যা ঙ্কিংয়ের এক নম্বর দল ভারতও সতর্ক। বাংলাদেশের বিপক্ষে ‘বাজে হেঁচকি’ ভারতের বিপক্ষেও নিউজিল্যান্ডের উঠবে না বলেই মনে করেন হরভজন। সতীর্থদের তাই সতর্ক করে দিয়েছেন এই অফ স্পিনার। নিউজিল্যান্ডের সাবেক ওপেনার মার্ক রিচার্ডসনও তাঁর লেখা কলামে আস্থা রেখেছেন ভেট্টোরি, ওয়াটলিং, ম্যাককালাম, গাপটিল, টেলর, রাইডারদের ওপর। মোতেরা স্টেডিয়ামের নির্বিষ উইকেটে নিউজিল্যান্ডের বোলিং লাইনআপ ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের ২০ উইকেট ফেলতে পারবে কি না, এটা নিয়ে সংশয় আছে অনেকেরই। ব্যাটিং লাইনআপটাও যতই ভালো হোক নিউজিল্যান্ডের, দ্বিতীয় ইনিংসে হরভজন ও প্রজ্ঞান ওঝার ঘূর্ণির সামনে কতটা কী করতে পারে তারা, এটি একটি বড় প্রশ্ন।তবে আজ থেকে শুরু ম্যাচে এর পরও ভারতের একটা দুশ্চিন্তা আছে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুশ্চিন্তার নাম চোট। ভিভিএস লক্ষ্মণ, জহির খান, ইশান্ত শর্মা ইনজুরি কাটিয়ে সঠিক ছন্দটা খুঁজে পান কি না, এটা একটা প্রশ্ন। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, ‘ফাস্ট বোলিংয়ে শুধু জহিরকে সমর্থন দেওয়ার চেয়ে আমি উদ্বিগ্ন ইনজুরি নিয়ে। একটা সিরিজেও আমরা পুরো শক্তি নিয়ে খেলতে পারি না।’নিউজিল্যান্ড অবশ্য পুরো শক্তি নিয়েই নামছে। এই দল নিয়ে বাংলাদেশ দুঃস্বপ্ন ভুলে সুদিনের স্বপ্নও দেখছেন ভেট্টোরি, ‘আমি জয়ের জন্যই খেলতে চাই।

No comments

Powered by Blogger.