দুই রানের আক্ষেপ আফ্রিদির

ম্যাচ শেষ হওয়ার পর বেশ কয়েক মিনিট পেরিয়ে গিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কিন্তু মঞ্চে দাঁড়ানো দুই অধিনায়কের মুখে তখনো উত্তেজনার রেশ। হওয়ারই কথা। পরশু যে আরেকটি ‘থ্রিলার’ উপহার দিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ম্যাচটিও গড়াল শেষ ওভারে। এবং শেষ পর্যন্ত মাত্র ২ রানে হার পাকিস্তানের।
একটুর জন্য জয় ফসকে গেলে সব অধিনায়কের কণ্ঠে অনুতাপের আগুনই থাকে বেশি। আফ্রিদিও সেই হাহাকারের কথাই শোনালেন। অবশ্য শেষ দিকে ফাওয়াদ আলমের (৫৯*) নেতৃত্বে ওয়াহাব রিয়াজের (১১ বলে ২১) ঘুরে দাঁড়ানোর চেষ্টাকেও পিঠ চাপড়ে দিলেন অধিনায়ক।
স্বাভাবিকভাবেই ইয়োহান বোথার মুখে পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে যাওয়ার তৃপ্তি। তবে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হাসিমুখে স্বীকার করে নিলেন, ‘ভাগ্য এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে।’ প্রশংসা করেছেন আমলারও। করারই কথা। আমলা যে এ বছর তাঁর পঞ্চম আর সব মিলিয়ে ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন এদিন। দলের ২২৮ রানের ১১৯-ই তাঁর। তবুও ম্যাচ-সেরা আমলা যথারীতি বিনয়ী, ‘আমি প্রতি ম্যাচেই শিখছি। আসলে ইদানীং সবকিছুই যেন যেমনটা চাইছি, তেমনটাই হচ্ছে।’

No comments

Powered by Blogger.