ড্র হয়ে গেল কোপার

সেই ১৯১৬ সালে শুরু হয়েছিল। এক দিক দিয়ে কোপা আমেরিকা ফুটবলের আদি টুর্নামেন্টগুলোর একটি। দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের ৪৩তম আসর এবার বসছে আর্জেন্টিনায়। সর্বোচ্চ নবমবারের মতো আর্জেন্টিনা কোপার আয়োজন করবে আগামী বছর জুলাইয়ে। পরশু তারই ড্র হয়ে গেল। চূড়ান্ত হয়ে গেছে সূচিও। ১ জুলাই লা প্লাতার নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-বলিভিয়া। ‘বি’ গ্রুপে পড়া ব্রাজিলের প্রথম ম্যাচ ৩ জুলাই, ভেনেজুয়েলার বিপক্ষে।
তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। দক্ষিণ আমেরিকান কনফেডারেশনের সদস্যসংখ্যা ১০টি হওয়ায় দুটো আমন্ত্রিত দল খেলে এই টুর্নামেন্টে। নিয়মিত অতিথি মেক্সিকো ছাড়াও আগামী কোপায় খেলবে এশিয়ার দেশ জাপান। তিন গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। বাকি দুটো শূন্যস্থান পূরণ করবে গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল।

No comments

Powered by Blogger.