ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি

ইউরোপের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর প্রবৃদ্ধি গতি হারিয়েছে। ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যথেষ্ট ধীর বলে জানা গেছে। জার্মানিতে এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মাত্র শূন্য দশমিক সাত শতাংশ। এর আগের প্রান্তিকে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল দুই দশমিক তিন শতাংশ।
ফ্রান্সের মোট দেশজ উত্পাদন জুলাই-সেপ্টেম্বর মাসে বেড়েছে শূন্য দশমিক চার শতাংশ। আগের প্রান্তিকে যে হার ছিল শূন্য দশমিক সাত শতাংশ।
জার্মানি ও ফ্রান্স ছাড়াও ইতালি ও গ্রিসে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যথেষ্ট ধীর।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল দুই দশমিক তিন শতাংশ। যা এ বছর ইউরোপের কোনো দেশের সবচেয়ে সেরা অর্থনৈতিক প্রবৃদ্ধি। তবে জার্মানির এ হারও প্রাক্কলিত প্রবৃদ্ধির চেয়ে কম বলে জানিয়েছেন দেশটির অর্থদপ্তর।

No comments

Powered by Blogger.