এক সপ্তাহে সাধারণ সূচক বাড়লেও কমেছে মোট লেনদেন

ঢাকার শেয়ারবাজারে গত এক সপ্তাহে সাধারণ সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে সাধারণ সূচক বেড়েছে চার দিনই। তবে গত সোমবার ডিএসইর সাধারণ সূচক কমে যায় ১৪ পয়েন্ট। সাধারণ সূচক বাড়লেও গোটা সপ্তাহেই মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমে গেছে।
ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক দুই দশমিক ৫১ শতাংশ বা প্রায় ২০০ পয়েন্ট বেড়ে যায়। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৭৯৮৬ দশমিক ৯২ পয়েন্ট। যা এক সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৮১৮৭ দশমিক ৩৩ পয়েন্টে।
একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন দুই দশমিক ৬৩ শতাংশ কমে গড়ে প্রতিদিন দুই হাজার ৪৬২ কোটি টাকা করে হয়েছে।
সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৩৭ হাজার ৫৯৫ কোটি টাকা। যা সপ্তাহ শেষে দুই দশমিক ২৬ শতাংশ বেড়ে তিন লাখ ৪৫ হাজার ২২৭ কোটি টাকায় দাঁড়ায়।
এ ছাড়া গত সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দর কমেছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৮টির এবং কমেছে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, এবি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, তিতাস গ্যাস, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও এনসিসি ব্যাংক।
সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—মুন্নু স্টাফলারস, স্টাইলক্রাফট, ফু ওয়াং সিরামিক, প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, রূপালী লাইফ ইনস্যুরেন্স, পূবালী ব্যাংক, ঢাকা ইনস্যুরেন্স, মারিকো বাংলাদেশ, রেকিট বেনকিজার ও ইমাম বাটন।
সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—জেমিনি সি ফুড, দুলামিয়া কটন, সমরিতা হাসপাতাল, কোহিনূর কেমিক্যালস, ওসমানিয়া গ্লাস, ফাইন ফুডস, সাভার রিফ্রেইটরিজ, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, ফিনিক্স ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড ও মেঘনা পিইটি।

No comments

Powered by Blogger.