মহেন্দ্র চৌধুরী জামিনে মুক্ত

ফিজির ভারতীয় বংশোদ্ভূত সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মহেন্দ্র চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সামরিক সরকারের জরুরি আইন লঙ্ঘন করে জনসভা করার অভিযোগে গত শুক্রবার পাঁচ সহযোগীসহ তাঁকে আটক করা হয়। গতকাল সোমবার আদালত তাঁকে জামিনে মুক্তি দেন। একই সঙ্গে তাঁকে কাল বুধবার আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
মহেন্দ্র চৌধুরী বলেছেন, তিনি আইনের লঙ্ঘন হয়, এমন কোনো কাজ করেননি। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে আপাতত কোনো আইনজীবী নিয়োগ করে আইনি লড়াই করবেন না।
মহেন্দ্র চৌধুরী ১৯৯৯ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ফিজির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরের বছরই এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

No comments

Powered by Blogger.