ডিএসইতে চাঙ্গাভাব অব্যাহত, আজ সাধারণ সূচক বেড়েছে ৬৪.৭৯ পয়েন্ট

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। আজও সাধারণ সূচক বেড়েছে। তবে আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আজ সাধারণ মূল্যসূচক ৬৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩২৭ দশমিক ৩১ পয়েন্টে।
আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ১৯৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩৯ কোটি টাকা কম।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ঢাকা শেয়ার বাজারে আজ মোট ১৪,৫২,৭৩,৬০৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সর্ভিসেস, দ্য প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
আজ সবচেয়ে বেশি বেড়েছে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। এ ছাড়া কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—মুন্নু ফেব্রিক্স, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ওয়েভিং, তাল্লু স্পিনিং ও আজিজ পাইপস।
আজ ডিএসইর বাজার মূলধন ৩,১৯,৬০০ কোটি টাকা হয়েছে, যা ডিএসইতে সর্বোচ্চ বাজার মূলধন।

No comments

Powered by Blogger.