চারটি কোম্পানিকে ওটিসি বাজারে পাঠিয়েছে এসইসি

চারটি কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মূল লেনদেন ব্যবস্থা থেকে চালিকাচ্যুত করে ওটিসি বাজারে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
প্রতিষ্ঠানগুলো হলো—অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, ঢাকা ফিশারিজ লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড ও পদ্মা সিমেন্ট লিমিটেড।
এসইসির পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তটি আগামী ২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়।
যেসব কোম্পানি পর পর দুই বছর বা তার বেশি সময় ‘জেড’ শ্রেণীতে রয়েছে, সেসব কোম্পানিকে স্টক এক্সচেঞ্জের মূল লেনদেন ব্যবস্থা থেকে তালিকাচ্যুত করা হবে। এসব কোম্পানিকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে পাঠানো হবে ওভার দ্য কাউন্টার বা ওটিসি নামের বিকল্প বাজারে। এসইসির বাজার পর্যালোচনা কমিটির জরুরি বৈঠকে গতকাল সোমবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।

No comments

Powered by Blogger.