ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ পথ বন্ধ করে দিল পাকিস্তান

আফগানিস্তানে যুদ্ধরত ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের একটি গুরত্বপূর্ণ পথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার উপজাতি-অধ্যুষিত পাকিস্তান সীমান্তের খুররাম এলাকায় ন্যাটো বাহিনীর হেলিকপ্টার হামলার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান এ পদক্ষেপ নেয়। ওই হামলায় পাকিস্তানের আধাসামরিক বাহিনীর তিন সেনা নিহত ও অপর তিনজন আহত হয়।
এর আগে গত সপ্তাহে আফগান সীমান্তসংলংগ্ন পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন বিমান ও হেলিকপ্টার হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়। ওই হামলার পরও পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিরাপত্তাজনিত কারণে তাঁরা ন্যাটোর সরবরাহ পথ বন্ধ করে দিয়েছেন। পেশোয়ারের উত্তরে তোর্কহাম সীমান্তপথে ন্যাটো বাহিনীর ট্রাক ও তেল ট্যাংকারগুলো আটকে আছে। এ পথ কবে নাগাদ খুলে দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের নির্মূলের জন্য আফগানিস্তানে বর্তমানে মার্কিন ও ন্যাটো বাহিনীর এক লাখ ৫২ হাজার সেনা অবস্থান করছেন। তাঁদের জন্য প্রয়োজনীয় রসদ পাকিস্তানে খাইবার ও তোর্কহাম সীমান্ত পথ দিয়ে আফগানিস্তানে পাঠানো হয়।

No comments

Powered by Blogger.