নির্বাচনের পরই সু চিকে মুক্তি দেওয়া হবে!

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আসন্ন নির্বাচনের পরেই মুক্তি দেওয়া হবে। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। ৭ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন, ১৩ নভেম্বর সু চির চলমান গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হবে। এর পরই তাঁকে মুক্তি দেওয়া হবে। কর্মকর্তারা বলেন, ‘মিয়ানমারের জন্য নভেম্বর মাসটি হবে খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন ও সু চির মুক্তির কারণে তখন আমাদের খুবই ব্যস্ত সময় কাটাতে হবে।’
গত দুই দশকের মধ্যে এটাই হবে মিয়ানমারের প্রথম নির্বাচন। সর্বশেষ নির্বাচনে সু চির নেতৃত্বাধীন দল বিশাল ব্যবধানে জয়ী হলেও তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়নি। তখন থেকে বেশির ভাগ সময় গৃহবন্দী অবস্থায় কাটিয়ে আসছেন সু চি।

No comments

Powered by Blogger.