১০ নভেম্বরের পর পরমাণু আলোচনায় রাজি ইরান

ইরান আগামী ১০ নভেম্বরের পর তার পরমাণু কর্মসূচি নিয়ে শক্তিধর ছয়টি দেশের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে রাজি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।
ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলনে অ্যাস্টোন জানান, তিনি ইরানের পরমাণুবিষয়ক প্রধান মধ্যস্থতাকারী সাইদ জালিলির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। এতে তিনি উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে নির্ধারিত যেকোনো স্থানে পরমাণু আলোচনায় বসতে রাজি বলে উল্লেখ করেছেন। এ আলোচনা ১০ নভেম্বরের পর শুরু করার অনুরোধ জানিয়েছেন তিনি। এর আগে অ্যাস্টোন জালিলিকে লেখা এক চিঠিতে ভিয়েনায় ১৫ থেকে ১৭ নভেম্বর বৈঠকের প্রস্তাব করেছিলেন।
অ্যাস্টোন সাংবাদিকদের বলেন, ইরান বিশ্বের শক্তিধর ছয়টি দেশের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার যে ইচ্ছা প্রকাশ করেছে, তা খুব গুরুত্বপূর্ণ ।

No comments

Powered by Blogger.