ভারতের প্রথম শীতাতপনিয়ন্ত্রিত দোতলা ট্রেন

পশ্চিমবঙ্গের কলকাতা থেকে চালু হচ্ছে ভারতের প্রথম শীতাতপনিয়ন্ত্রিত দোতলা ট্রেন। গত বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।
জানা গেছে, দীপাবলির আগেই হাওড়া থেকে ধানবাদের মধ্যে ট্রেনটি চালু হবে। গত বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি হাওড়া স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটির বগি তৈরি হয়েছে পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ কারখানায়। সাতটি বগি রয়েছে ট্রেনে। ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলবে।

No comments

Powered by Blogger.