খবর- ছয় দশক পর দুই কোরিয়ার স্বজনদের পুনর্মিলন


‘কেমন আছ মা, কেমন আছ তুমি...তোমার সঙ্গে এই জীবনে দেখা হবে, এটা শুধু কল্পনাই করেছি আমি...’ বলতে বলতে ৯৬ বছর বয়সী মা কিম রায়ে জুং জড়িয়ে ধরেন ৭১ বছরের মেয়ে উ জং হাইকে। চোখ ভিজে যায় মা-মেয়ের। গতকাল শনিবার দুই কোরিয়ার সীমান্তের কাছে উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলের মাউন্ট কুমগ্যাং রিসোর্টে স্বজনদের সঙ্গে পুনর্মিলনের এমন অনেক আবেগময় দৃশ্য দেখা যায়।
উত্তর কোরিয়ায় থেকে যাওয়া স্বজনদের সঙ্গে দেখা করানোর উদ্দেশ্যে গতকাল দক্ষিণ কোরিয়ার ৪৩৫ জন নাগরিককে ওই রিসোর্টে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকেই দুই কোরিয়ার বিভক্তির পর (প্রায় ছয় দশক) এই প্রথমবারের মতো স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান।
কিম রায়ে জুং দক্ষিণ কোরিয়ায় থাকেন। মেয়ে উ জং থাকেন উত্তর কোরিয়ায়। উ জং তাঁর মাকে দেখানোর জন্য নিজের পরিবার ও স্বজনদের ছবি নিয়ে এসেছেন। নিয়ে এসেছেন উত্তর কোরিয়ার সরকারের কাছ থেকে তাঁর ও পরিবারের সদস্যদের পাওয়া ২০টি সম্মাননা মেডেল। দীর্ঘদিন পর কাছে পাওয়া মাকে একে একে সব বের করে দেখান জং। ‘আমি এখানে ভালো আছি মা’—বলে সান্ত্বনাও দেন মাকে।
গত শুক্রবার সীমান্তে দুই কোরিয়ার সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় উত্তেজনার মধ্যেও উত্তর কোরিয়ার রিসোর্টে এ এক অন্যরকম দৃশ্য। রিসোর্টে মাত্র তিন দিন একসঙ্গে থাকতে পারবেন তাঁরা। পরে ফিরে যেতে হবে উত্তর বা দক্ষিণ কোরিয়ায়।
দক্ষিণের নাগরিক ৭০ বছর বয়সী লি মুন ইয়ং বলেন, ‘দীর্ঘদিন পর আমার এক ভাইকে দেখতে পাব। এই ভেবে রাতে ঘুমাতেই পারিনি।’ তিনি জানান, এর আগে তিনি ভেবেছিলেন দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সময় তাঁর ভাই নিহত হয়েছেন। ১৯৫২ সালে দক্ষিণ কোরিয়ার সেনা হিসেবে যুদ্ধ করতে গিয়ে তাঁর আরেক ভাই নিহত হন। লি বলেন, ‘ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছে। এটা মর্মান্তিক ঘটনা।’
আগামী মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বনেতারা ওই সম্মেলনে যোগ দেবেন। এর আগে দুই কোরিয়ার মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে গুলিবিনিময়ের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র লি জং জু বলেন, গুলিবিনিময়ের কারণে উত্তেজনা সৃষ্টি হলেও নির্ধারিত সময়ই দুই পক্ষের সাক্ষাৎ হয়েছে। দক্ষিণ কোরিয়ার মোট ৯৭টি পরিবার উত্তর কোরিয়ার তাদের স্বজনের সঙ্গে দেখা করছে।
দুই কোরিয়ার মধ্যে বিশেষ প্রকল্পের আওতায় দুই দেশের নাগরিকদের তাদের স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। গত সেপ্টেম্বরের পর দুই দেশের নাগরিকদের মধ্যে এবারই প্রথমবারের মতো দেখা হচ্ছে। এএফপি।
===============================
গল্প- 'স্বপ্ন' by আলমগীর হোসেন ফারুক  রাজনৈতিক আলোচনা- 'কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়'- অরুন্ধতী রায়  স্বপ্নকথা- 'আত্মবিশ্বাসী মানুষই সফল হয়' by —বেনজির ভুট্টো  আবিষ্কার খবর- আমাজনে নতুন নতুন প্রজাতির সাপ ব্যাঙ মাছ  খবর- পরমাণু চুল্লিতে জ্বালানি ভরা শুরু করেছে ইরান  কিশোর ফিচার- 'আকাশছোয়াঁ টাওয়ার ‘বুর্জ খলিফা’ by জ়ে হুসাইন  গল্প- 'ঘোস্ট হাউজ অপারেশন' by আব্দুল্লাহ আল নোমান  আলোচনা- 'মহানবীর (সা): আদর্শ জীবন' by অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান  ভ্রমণ- 'মাধবপুর লেক ভ্রমণে' by খালেদ আহমদ শিমুল  স্বাস্থ্য আলোচনা- 'সুস্থতার জন্য হাসি' by আবু হেনা আবিদ জাফর  বিজ্ঞান আলোচনা- 'মহাকাশের পড়শিরা' by মো: সাইফুল ইসলাম  বিজ্ঞান আলোচনা- 'পরিবেশবান্ধব হাইব্রিড কার' by সাকিব রায়হান  বিজ্ঞান আলোচনা- 'হারিয়ে যাবে দানব গ্রহ!' by সাকিব রায়হান  গল্প- 'ট্রেনের হুইসেল' by হামিদুল ইসলাম  আলোচনা- 'জীবজগতে বেঁচে থাকার কৌশল' by আরিফ হাসান  আলোচনা- 'মিনার : মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন' by শেখ মারুফ সৈকত

প্রথম আলো এর সৌজন্যে
এই খব'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.