পদপিষ্ট হয়ে বিহারে ১০ পুণ্যার্থীর মৃত্যু

ভারতের বিহার রাজ্যের একটি দুর্গামন্দিরে রামনবমীর উৎসবে যোগ দিতে এসে শনিবার রাতে পদপিষ্ট হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের বাঁকা ও তারাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিহারের বাঁকা জেলার শম্ভুগঞ্জ থানার তিলডিহা গ্রামের দুর্গামন্দিরে রামনবমী উপলক্ষে জড়ো হয়েছিলেন অন্তত ৪৫ হাজার পুণ্যার্থী। রাতে ওই মন্দিরে পাঁঠা বলির সময় একটি পাঁঠার মাথা পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে এসে পড়লে আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। আর এতে করেই পদপিষ্ট মারা যায় ১০ পুণ্যার্থী। বিহার পুলিশের মহানির্দেশক নীলমণি পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর কথা স্বীকার করেছেন।

No comments

Powered by Blogger.