নির্বাচন বর্জনের জন্য আফগানদের প্রতি তালেবানের আহ্বান

পার্লামেন্ট নির্বাচন বর্জনের জন্য আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। গতকাল বৃহস্পতিবার এক ই-মেইল বিবৃতিতে জঙ্গি গোষ্ঠীটি এই আহ্বান জানায়।
তালেবানের বিবৃতিতে বলা হয়, ‘এই প্রক্রিয়া বর্জন করার জন্য আমরা মুসলমান জাতির প্রতি আহ্বান জানাচ্ছি। এইভাবে সব বিদেশি প্রক্রিয়া ভণ্ডুল হয়ে যাবে।’ জিহাদ ও ইসলামি প্রতিরোধ-সংগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট থাকার মাধ্যমে দেশ থেকে দখলদারদের বিতাড়িত করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানায় তালেবান।
আগামীকাল শনিবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের নিম্নকক্ষের ২৪৯টি আসনের জন্য আড়াই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তালেবানের পক্ষ থেকে বলা হয়, আল্লাহ ও দেশের মুসলমানদের সহায়তায় এই প্রতারণামূলক প্রক্রিয়াসহ দখলদারদের ঔপনিবেশিক পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়ার জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.