অভিবাসন সংস্কার প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছি না: ওবামা

যুক্তরাষ্ট্রের হিসপ্যানিক জাতিগোষ্ঠীর জনগণকে আশ্বস্ত করে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি অভিবাসন সংস্কার-প্রক্রিয়ার প্রতিশ্রুতি থেকে সরে যাননি। গত বুধবার কংগ্রেশনাল হিসপ্যানিক ককাস ইনস্টিটিউট আয়োজিত এক নৈশভোজে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা বলেন, ২০০৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এখনো এ ব্যাপারে মার্কিন নীতির সংস্কারের উদ্যোগ নিতে না পারায় তিনি হতাশ। এ ব্যাপারে বিরোধী রিপাবলিকান দলীয় সদস্যদের সমালোচনা করে তিনি বলেন, সংস্কারের বিষয়টি এগিয়ে নিতে দুই দলের সহযোগিতা দরকার। এ ব্যাপারে তাঁর প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য হিসপ্যানিকদের আহ্বান জানান তিনি। আগামী ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই বক্তব্য দিয়েছেন ওবামা।
ওবামার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি বিষয় ছিল অভিবাসন প্রক্রিয়ার সংস্কার।

No comments

Powered by Blogger.