১৮শ বছর আগের সেই লাশ

ব্রিটেনের নর্দাম্বারল্যান্ড কাউন্টিতে এক হাজার ৮০০ বছর আগে খুন হওয়া এক বালিকার মরদেহ পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদদের মতে, মাথায় আঘাত করে তাকে খুন করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ এ ব্যাপারে কোনো তদন্ত করেনি। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এ প্রতিবেদন প্রকাশ করে।
নর্দাম্বারল্যান্ডে সাবেক রোমান সাম্রাজ্যের ভিন্ডোল্যান্ডা দুর্গে সেনাদের একটি কক্ষের কোনায় গর্তের মধ্যে ওই বালিকার মরদেহ পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদদের মতে, খুন করার পর তাড়াহুড়া করে তাকে মাটিচাপা দেওয়া হয়। ডারহাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ ট্রুডি বাক মরদেহটি কমবয়সী এবং সম্ভবত কোনো বালিকার বলে শনাক্ত করেন।
ভিন্ডোল্যান্ডার খননবিষয়ক পরিচালক অ্যান্ড্রু বারলি বলেন, এ ধরনের অন্য ঘটনাগুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে। ওই বালিকা দাস, নাকি মুক্ত মানুষ ছিল—সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, দুই সেনার শত্রুতার জের ধরে এই খুন হয়ে থাকতে পারে।

No comments

Powered by Blogger.