বাংলাদেশের লক্ষ্য চূড়ান্ত পর্ব

সুযোগটা মিলেছিল গতবারও। কিন্তু দুই বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে খেলতে বাংলাদেশ মহিলা ফুটবল দল মালয়েশিয়া যেতে পারেনি আর্থিক সমস্যায়। এবার তাই স্বাগতিক হওয়ার সুযোগটা হাতছাড়া করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই সুবাদে টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেওয়া। ২০ সেপ্টেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাছাইপর্বের উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ জর্ডান। ২২ সেপ্টেম্বর ইরান ও ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বাকি দুটি ম্যাচ বাংলাদেশের।
ইরান ও জর্ডান বাংলাদেশের চেয়ে যথেষ্টই শক্তিশালী বলে একটা স্বাভাবিক ধারণা কাজ করে। তবে বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু) তা মনে করেন না, ‘আমরা অন্য দলগুলোর খেলার সিডি আনিয়ে কোচ ও মেয়েদের দেখিয়েছি। আমার মনে হয় না ওরা আমাদের চেয়ে খুব বেশি এগিয়ে আছি। যেহেতু এখানে সিনিয়রদের খেলার সুযোগ নেই তাই ভয়েরও কিছু দেখছি না।’ টুর্নামেন্টের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই দেখছেন তিনি, ‘আমরা যেভাবে অনুশীলন করেছি তাতে আশা করি চ্যাম্পিয়ন হতে পারব।’
চ্যাম্পিয়ন না হতে পারলে অবশ্য দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগও নেই। ওদিকে দ্বিতীয় রাউন্ডে সরাসরি উঠে গেছে থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীনা তাইপে।
কোচ গোলাম রব্বানি ছোটন দায়িত্ব নিয়েছেন মাস দেড়েক। কোচেস কোর্সের ওপর ট্রেনিংয়ে অংশ নিতে পরশু শ্রীলঙ্কা যাচ্ছেন তিনি। তাঁরও প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়ার, ‘যদিও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারিনি আমরা। তবে অনুশীলনে মেয়েরা যা খেলেছে ওটাই মাঠে খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু না।’ প্রস্তুতির অংশ হিসেবে তিনি সিনিয়রদের বিপক্ষে এরই মধ্যে ৪-৫টা অনুশীলন ম্যাচও খেলিয়েছেন কমলাপুর স্টেডিয়ামে। রব্বানির অনুপস্থিতিতে কোচের দায়িত্ব বর্তেছে তাঁর সহকারী মাহমুদ আলমের ওপর।
টুর্নামেন্টে খেলতে আগামীকাল ঢাকা আসছে ভারত ও জর্ডান। পরদিন ইরান। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানালেন সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার (কিরণ) প্রমুখ।

No comments

Powered by Blogger.