থাইল্যান্ডে ‘লাল শার্ট’ সমর্থকদের শোভাযাত্রা

থাইল্যান্ডে ২০০৬ সালের অভ্যুত্থানের স্মরণে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট পরা ব্যক্তিদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এক শান্তিপূর্ণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন।
গতকাল শুক্রবার রাজধানী ব্যাংককে প্রথম দিনের ওই শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিরা জাতীয় সংগীত গাইতে গাইতে ব্যাংককের একটি হাজতের সামনে সমবেত হন। গত এপ্রিল ও মে মাসের সহিংসতায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাঁদের শীর্ষস্থানীয় নেতাদের ওই হাজতে রাখা হয়েছে।
পুলিশ বলেছে, শোভাযাত্রায় প্রায় এক হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছেন।
বিরোধী দল পুয়ে থাইয়ের আইনপ্রণেতা জতুপর্ণ প্রম্পান এবং হাজতের বাইরে অবস্থানকারী নেতাদের নেতৃত্বে বিক্ষোভকারীরা হাজতের প্রধান দরজার বাইরে লাল গোলাপ সাজিয়ে রাখেন। প্রম্পান বলেন, ‘হাজতে আটক অবিচারের শিকার দলীয় নেতা-কর্মীদের প্রতি সহমর্মিতা জানাতে লোকজন আজ এখানে এসেছে।’ প্রম্পান বলেন, লাল শার্ট পরা ব্যক্তিরা হাজতের সামনে প্রতি সপ্তাহে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা করছেন।

No comments

Powered by Blogger.