আর্জেন্টিনাই সর্বোচ্চ রপ্তানিকারক

ব্রাজিলকে টপকে গেল আর্জেন্টিনা। না, ফিফা র‌্যাঙ্কিংয়ে নয়; বিশ্বে ফুটবলার রপ্তানিকারক দেশ হিসেবে। গত বছর ইউরোপ আর আরব ফুটবল লিগগুলোয় ১ হাজার সাত শরও বেশি ফুটবলার রপ্তানি করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের চেয়ে সংখ্যাটি ৩০০ বেশি। ক্রীড়া বিপণন পরামর্শক প্রতিষ্ঠান ইউরোআমেরিকাসের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। একটা সময় বলা হতো, ব্রাজিল কফির পর সবচেয়ে বেশি রপ্তানি করে ফুটবলার। বিশ্বের বড়-মাঝারি লিগগুলোয় ব্রাজিলের ফুটবলারে ছড়াছড়ি। কিন্তু এবার তাদের টপকে গেল আর্জেন্টিনা, যে দেশটিতে নতুন প্রতিভার উর্বরা সময় চলছে। গত পাঁচ বছরে আর্জেন্টিনা থেকে ইউরোপে খেলোয়াড় বিক্রির পরিমাণ বেড়েছে আট গুণ। ইউরোপের লিগগুলোয় বিদেশি ফুটবলার কোটার নিয়মে শিথিলতা আনাও এর একটা কারণ। গত বছর আর্জেন্টিনা ১১৭ মিলিয়ন ডলারের খেলোয়াড় রপ্তানি করেছে। সর্বমোট খেলোয়াড়ের সংখ্যা ১৭১৬। একই বছর ব্রাজিল থেকে খেলোয়াড় বিক্রি হয়েছে ১৪৪৩ জন।

No comments

Powered by Blogger.