ভেনেজুয়েলার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

ভেনেজুয়েলার পার্লামেন্ট নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট হুগো শাভেজের জন্য এ নির্বাচনকে বড় ধরনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তবে শাভেজের ধারণা, তাঁর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসইউভি) নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হবে।
নির্বাচনপূর্ব জরিপ থেকে জানা গেছে, নির্বাচনে পিএসইউভি ও বিরোধী জোট টেবিল ফর ডেমোক্রেটিক ইউনিটির (এমইউডি) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিংবা শাভেজের ক্ষমতাসীন দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসইউভি) সামান্য এগিয়ে থাকবে। তবে ডেলসা সলোরজ্যানোর মতো বিরোধীদলীয় নেতারা ‘বহুজাতিক ভেনেজুয়েলা’ গড়ার লক্ষ্যে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
দেশটিতে নির্বাচন ঘিরে দুই লাখ ৫০ হাজারের মতো নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এদিকে পার্লামেন্ট নির্বাচন ঘিরে দেশটি কলম্বিয়ার সঙ্গে সব সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.