শেয়ারবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

ঢাকা শেয়ারবাজারে আজ সোমবার সাধারণ সূচক কিছুটা কমলেও লেনদেন বেড়েছে। বেলা তিনটার সময় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪৩৯ পয়েন্টে। তবে আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৬১৮ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১৮২ কোটি টাকা বেশি।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। মোট ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৬টি প্রতিষ্ঠানের, কমেছে ১১২টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, বিএসআরএম স্টিলস, লঙ্কাবাংলা ফিন্যান্স, আফতাব অটোমোবাইলস ও পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো মালেক স্পিনিং, স্টাইলক্রাফট, আরএন স্পিনিং মিলস, এইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো যমুনা ব্যাংক, মুন্নু ফেব্রিকস, দেশ গার্মেন্টস, সোনালী আঁশ ও সিএমসি কমল।

No comments

Powered by Blogger.