শেবাগকে সরিয়ে শীর্ষে সাঙ্গাকারা

২১৯ ও অপরাজিত ৪২, এএসসি টেস্টের এই ব্যাটিং কুমার সাঙ্গাকারাকে তুলে এনেছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আগের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা শ্রীলঙ্কান অধিনায়ক শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন বীরেন্দর শেবাগ। এএসসি টেস্টে খুব একটা খারাপ করেননি ভারতীয় ওপেনারও, একমাত্র ইনিংসে করেছেন ৯৯। এই টেস্টেই ১৭৪ ও ৫ রান করা মাহেলা জয়াবর্ধনে জায়গা ধরে রেখেছেন তিনে। এসএসসির আরেক ডাবল সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকার এগিয়েছেন দুই ধাপ। ছয় থেকে এগিয়ে ‘লিটল মাস্টার’ এখন চারে।
বোলিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই। এক থেকে চারে আছেন ডেল স্টেইন, মোহাম্মদ আসিফ, মুত্তিয়া মুরালিধরন, গ্রায়েম সোয়ান। ট্রেন্টব্রিজে ১১ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন। ট্রেন্টব্রিজে ৪ উইকেট পাওয়া মোহাম্মদ আমির চার ধাপ এগিয়ে এখন ৩৪-এ। আর এই টেস্টেই ৩৩ ওভারে ১৭১ রান দিয়ে ১ উইকেট পাওয়া দানিশ কানেরিয়া ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২১-এ। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই। শীর্ষ পাঁচে আগের মতোই আছেন জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি, সাকিব আল হাসান, গ্রায়েম সোয়ান ও ডোয়াইন ব্রাভো।

No comments

Powered by Blogger.