ডিএসই: গত এক সপ্তাহে কমেছে সাধারণ সূচক ও বাজার মূলধন দুই-ই

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) গত এক সপ্তাহে বেশ অস্থিরতা লক্ষ করা গেছে। সপ্তাহজুড়েই বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দরে উত্থান-পতন লক্ষ করা যায়। এ ছাড়া বাজার মূলধনও কমে যায় গত সপ্তাহে।
ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে সাধারণ মূল্যসূচক ৮৯ দশমিক ৯১ পয়েন্ট কমে গেছে। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৬৭৪৩ দশমিক ২১ পয়েন্ট। যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৬৬৫৩ দশমিক ২৯ পয়েন্টে। যা শতকরা হিসেবে ১ দশমিক ৩৩ শতাংশ কম।
এ ছাড়া গত সপ্তাহে বাজার মূলধনেও পতন লক্ষ করা গেছে। সপ্তাহের শুরুতে বাজার মূলধন তিন লাখ এক হাজার ৪৩৯ কোটি টাকা হলেও, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সেই মূলধন ১ দশমিক ২২ শতাংশ কমে দাঁড়ায় দুই লাখ ৯৭ হাজার ৭৭৭ কোটি টাকায়।
গত সপ্তাহে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। এক সপ্তাহে লেনদেন হওয়া মোট ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর পাশাপাশি অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, বেক্সিমকো টেক্সটাইল, বিএসআরএম স্টিল, নাভানা সিএনজি ও আফতাব অটোমোবাইলস।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—কেয়া কসমেটিকস, ফাইন ফুডস লিমিটেড, ঢাকা ডাইং, হাক্কানী পালপ অ্যান্ড পেপার ও বিডি ওয়েল্ডিং ইলেকট্রডস।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, ইস্টার্ন কেবলস ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি।

No comments

Powered by Blogger.