ভারতে সাংসদদের ভাতা তিন গুণ হচ্ছে

ভারতের মন্ত্রিসভা গতকাল শুক্রবার সাংসদদের মাসিক ভাতা তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আনুষঙ্গিক ব্যয়ের ভাতা দ্বিগুণ বাড়ানো হবে। গতকাল সরকারি সূত্রে এ কথা জানা যায়।
এখন থেকে সাংসদেরা প্রত্যেকে মাসিক ভাতা পাবেন ৫০ হাজার রুপি করে। আগে পেতেন ১৬ হাজার রুপি। মাসিক আনুষঙ্গিক ব্যয় ভাতা হবে ৪০ হাজার রুপি। আগে তা ছিল ২০ হাজার রুপি।
তবে এ ভাতা বৃদ্ধিতে সাংসদেরা খুশি হতে পারেননি। এই বৃদ্ধিকে তাঁরা ‘অপমানকর’ বলে অভিহিত করেন। এ নিয়ে গতকাল লোকসভায় প্রচণ্ড হট্টগোল করেন সাংসদেরা।
ভাতা বাড়ানোর পাশাপাশি অন্যান্য সুবিধার মধ্যে আইনপ্রণেতারা এখন থেকে বিনা ভাড়ায় সস্ত্রীক বিমান ও ট্রেনে ভ্রমণ করতে পারবেন। বাড়ি ভাড়া দিতে হবে না। এ ছাড়া আরও কিছু গৃহস্থালি সৃবিধাও পাবেন তাঁরা।

No comments

Powered by Blogger.