সংকুচিত হচ্ছে চাঁদ!

চাঁদ সংকুচিত হয়ে আসছে বলে জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগে চিহ্নিত হয়নি, চাঁদে এমন ভূমিকাঠামো দেখতে পেয়েছেন তাঁরা। এতে ইঙ্গিত মিলছে যে, পৃথিবীর উপগ্রহটি সংকুচিত হচ্ছে। যদিও এই সংকোচনের মাত্রা খুবই সীমিত। গত বৃহস্পতিবার মার্কিন জার্নাল সায়েন্স-এ প্রকাশিত নিবন্ধে জ্যোতির্বিজ্ঞানীরা এ কথা জানান।
লোবেট স্ক্র্যাপ (আঁকাবাঁকা পাহাড় চূড়া) নামে পরিচিত এই রহস্যময় ভূমির বৈশিষ্ট্য হচ্ছে এক ধরনের চ্যুতি।
জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, যখন চাঁদের গলিত অন্তর্ভাগ শীতল হতে শুরু করে, তখন এই চ্যুতির সৃষ্টি হয়। এই চ্যুতির কারণে চাঁদের পৃষ্ঠদেশ সংকুচিত হয়। এরপর সৃষ্টি হয় ভাঁজের।
চাঁদের বয়সের তুলনায় এই সংকোচনকে সাম্প্রতিক হিসেবে অভিহিত করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মনে করা হয়, চাঁদের বয়স ৪৫০ কোটি বছর। আর এই সংকোচনের শুরু হয় ১০০ কোটি বছরেরও কম সময় আগে। এই সংকোচনের মাত্রা প্রায় ৩২৫ ফুট।

No comments

Powered by Blogger.