পর্তুগালেও ভয়াবহ দাবানল

রাশিয়ার পর এবার ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগাল। দেশের মধ্য ও উত্তরাঞ্চলের বনভূমিতে প্রায় ৫০ স্থানে আগুন জ্বলছে। আগুন নেভাতে কাজ করছেন দমকল বাহিনীর প্রায় দেড় হাজার কর্মী। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন।
দাবানলে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার হেক্টর বন পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দাবানলের কারণে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দাবানলে হুমকির মুখে পড়েছে পেনেডা-গিনিস ন্যাশনাল পার্ক। এটি সে দেশের একমাত্র জাতীয় উদ্যান।
ঝোড়ো বাতাসের কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে দমকল বাহিনীর কর্মীদের। আগুনে আটকা পড়ে গনডোমার এলাকায় দমকল বাহিনীর এক নারী কর্মী মারা গেছেন। এ ছাড়া সাও পেদ্রো দ সুল পাহাড়ি এলাকায় জ্বলন্ত খাদের মধ্যে একটি গাড়ি পড়ে দমকল বাহিনীর এক কর্মী মারা যান।

No comments

Powered by Blogger.