ভারতে মাওবাদী দমন অভিযানে বিদেশি কুকুর

ভারতে মাওবাদী দমন অভিযানে বিদেশি কুকুর ব্যবহার করার উদ্যোগ নিয়েছে যৌথ বাহিনী। ইতিমধ্যে বেলজিয়াম থেকে বিশেষ শ্রেণীর আটটি কুকুর আনা হয়েছে। এই কুকুরগুলোকে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এই কুকুরগুলো ‘ম্যালিনয়োজ’ প্রজাতির| এরা লুকিয়ে থাকা মাইন খুঁজে বের করতে দক্ষ। এদের ঘ্রাণশক্তি প্রচণ্ড। অপরাধীদের তাড়া করতে এদের জুড়ি নেই। গাঁজা ভূখণ্ডে নাশকতা রুখতে এই জাতের কুকুর বিশেষ ভূমিকা নিয়েছিল। তা ছাড়া আফগানিস্তানে ন্যাটো বাহিনী তাদের অভিযানে এই প্রজাতির কুকুরকে ব্যবহার করে আসছে।

No comments

Powered by Blogger.