পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

পাকিস্তানে এক মন্ত্রীর বাড়ির কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত হয়েছে। সন্দেহভাজন তালেবান জঙ্গিদের হাতে নিহত ওই মন্ত্রীর ছেলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে আসা লোকজনের ভিড়ের মধ্যে বোমা হামলা চালানো হয়।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইমরান কিশোর জানান, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাঁ প্রদেশের ছোট্ট শহর পাব্বিতে কেন্দ্রীয় তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইনের বাড়ির কাছে ওই হামলায় তিন পুলিশ সদস্যসহ সাতজন নিহত ও ২১ জন আহত হয়েছে।
ইফতিখার হুসেইনের ছেলে মিয়া রশিদ (২৮) গত শনিবার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক নিহত রশিদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তথ্যমন্ত্রীর বাড়ি আসার পরপরই ওই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
উত্তর-পশ্চিমাঞ্চলের মন্ত্রীদের মধ্যে ইফতিখার হুসেইনকে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার কণ্ঠস্বর বলে বিবেচনা করা হয়। তিনি রাজ্য সরকারের মুখপাত্র হিসেবেও কাজ করেন।
আরেক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী বলেন, আত্মঘাতী ওই হামলাকারী মন্ত্রীর বাসভবন চত্বরে প্রবেশের চেষ্টা করছিল। তখন সে বোমার বিস্ফোরণ ঘটালে তাকে বাধা দেওয়ার চেষ্টাকারী এক পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়।

No comments

Powered by Blogger.