আবারও দরপতন, সাধারণ সূচক কমেছে ৩৮.২৪ পয়েন্ট

ঘুরে দাঁড়ানোর এক দিন পর আবারও ঢাকার শেয়ারবাজারে দরপতন হয়েছে। গতকাল সোমবার ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) সাধারণ সূচকের কিছুটা ঊর্ধ্বগতি হলেও আজ তা আবার নেমে গেছে। আজ লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৩৮.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৮৭ পয়েন্টে।
আজ শেয়ারবাজারে মোট ১৬০৫ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১২৫টির। পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
আজ লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—তিতাস গ্যাস, লঙ্কাবাংলা ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, নাভানা সিএনজি ও ইউনিয়ন ক্যাপিটাল।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—মুন্নু ফেব্রিক্স, আরএন স্পিনিং মিলস, দেশ গার্মেন্টস, সোনালী আঁশ ও সাফকো স্পিনিংস।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো—পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড, এসিআই ফর্মুলেশনস, ব্যাংক এশিয়া ও পূবালী ব্যাংক লিমিটেড।

No comments

Powered by Blogger.