আদালতে ঊষা

গত এপ্রিল মাসে ক্লাব কাপ হকির ফাইনালটি ১৮ মিনিট বাকি থাকতে মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ‘দায়’ এড়িয়েছিল ফেডারেশন। কিন্তু ফেডারেশনের ওই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রানার্সআপ ঊষা ক্রীড়াচক্র। প্রতিবাদে চলমান প্রিমিয়ার ডিভিশন হকি লিগেও অংশ নেয়নি তারা। ফেডারেশনের কাছে বারবার ওই ফাইনালের একটা সুষ্ঠু সমাধান চেয়ে হতাশ ঊষা শেষ পর্যন্ত আদালতে মামলা করে বসে গত ২১ জুন। সেই মামলার পরিপ্রেক্ষিতে বাইলজ এবং আন্তর্জাতিক হকির আইন অনুসারে দ্রুত ওই ফাইনালের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন আদালত। ২২ জুলাই ফেডারেশনের সিদ্ধান্ত আদালতকে জানাতে হবে। এবং আগামী বছর ঊষা যাতে লিগে খেলতে পারে, সেটি বিবেচনা করতে বলেছেন আদালত। লিগে খেলতে না পারায় তিনবারের চ্যাম্পিয়ন ঊষাকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ আছে ফেডারেশনের প্রতি।

No comments

Powered by Blogger.