ঘুরে দাঁড়ানোর আশা পাকিস্তানের

লর্ডস টেস্টে ১৫০ রানের পরাজয়, এরপর টেস্ট থেকে শহীদ আফ্রিদির বিদায়—ঘটনা দুটি পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সে কী রকম প্রভাব ফেলবে, সেটা সময়ই বলবে। তবে পাকিস্তানের ক্রিকেট কোচ ওয়াকার ইউনুস এই হইচইয়ের মধ্যেই বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে পাকিস্তান। আগামীকাল হেডিংলিতে শুরু হবে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচ।
লর্ডস টেস্টের পারফরম্যান্সের দিকে তাকিয়েই হেডিংলিতে ভালো করার প্রেরণা পাচ্ছেন ওয়াকার, ‘(লর্ডসে) জয়-পরাজয়ের মধ্যে খুব বেশি ব্যবধান ছিল না। একটু ভাগ্যের সহায়তা পেলে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারলে পরাজয় এড়ানো সম্ভব ছিল বলে বিশ্বাস করি আমি।’ পাকিস্তান দলের ওপর আস্থা রেখেই ওয়াকার বলছেন, ‘অস্ট্রেলিয়াকে বড় চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় আমাদের আছে এবং যারা প্রথম টেস্টে ব্যর্থ, আশা করি, হেডিংলিতে তারা তাদের সেরাটা দিতে পারবে।’
হেডিংলি টেস্টের পাকিস্তান দলে পরিবর্তন আসছে। লেগ স্পিনার দানিশ কানেরিয়ার জায়গায় অফ স্পিনার সাঈদ আজমল খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আজমলের পক্ষে তাঁদের যুক্তি, অস্ট্রেলিয়ার বেশির ভাগ ব্যাটসম্যানই বাঁহাতি। সাঈদের অফ স্পিন খেলতেই বেশি সমস্যা হবে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। নাম প্রকাশ না করে দলের এক কর্মকর্তা বলছেন, ‘সাঈদ আজমলের দুসরা দেওয়ার দিকে ঝোঁক একটু বেশি। বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে এটা বেশ কার্যকর।’
সাঈদ আজমল ছাড়াও হেডিংলি টেস্টে পাকিস্তান দলে দেখা যাবে আরেকটি পরিবর্তন। প্রথম টেস্ট না খেলা শোয়েব মালিক খেলবেন হেডিংলিতে। চোটের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে না পারা শহীদ আফ্রিদির জায়গা নেবেন তিনি। হেডিংলি টেস্টে মালিক খেলবেন, কাল এমনটাই জানিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

No comments

Powered by Blogger.