ম্যানিলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক

ঘূর্ণিঝড় কনসন আঘাত হানার দুই দিন পর গতকাল শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
ফিলিপাইনের উপকূলীয় এলাকায় গত মঙ্গলবার রাতে টাইফুন কনসন আঘাত হানে। বুধবার এটি মূল ভূখণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।
প্রচণ্ড ঝড়ের আঘাতে ম্যানিলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে সেখানকার এক কোটি ২০ লাখ লোক বিপর্যয়ের মুখে পড়ে। বিদ্যুৎ বিভাগ জানায়, ম্যানিলায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর গতকাল আবার চালু হয়েছে।

No comments

Powered by Blogger.