এশিয়া কাপ ভারতের

পরশু ফাইনালের পোশাকি মহড়ায় ভারতকে হারালেও আসল ফাইনালে জিতল ভারতই। শ্রীলঙ্কার ডাম্বুলায় কাল স্বাগতিকদের ৮১ রানে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের ৬ উইকেটে করা ২৬৮ রানের জবাবে ৪৪.৪ ওভারে ১৮৭ রান তুলেই অলআউট বর্তমান চ্যাম্পিয়নরা।
৫১ রানে ৫ উইকেট হারিয়ে খুব বাজে শুরু হয়েছিল শ্রীলঙ্কার ইনিংসের। ষষ্ঠ উইকেট জুটিতে থিলান কান্দাম্বি ও চামারা কাপুগেদারা ৫৩ রানের জুটি গড়লেও প্রতিরোধ বলতে ওটাই। কাপুগেদারা করেছেন অপরাজিত ৫৫ রান। ভারতীয় পেসার আশিস নেহরা ৪ উইকেট নিয়ে বিপদে ফেলেন শ্রীলঙ্কাকে। এর মধ্যে মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফিরিয়েছেন একই ওভারে।
এর আগে দিনেশ কার্তিকের ৬৬ আর রোহিত শর্মার ৪১ রানের সৌজন্যে শ্রীলঙ্কার সামনে ২৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে কার্তিক-বিরাট কোহলি মিলে করেছেন ৬২ রান।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ২৬৮/৬ (কার্তিক ৬৬, রোহিত ৪১, ধোনি ৩৮, রায়না ২৯, কোহলি ২৮, জাদেজা ২৫*; মালিঙ্গা ২/৫৭, কান্দাম্বি ২/৩৭)। শ্রীলঙ্কা: ৪৪.৪ ওভারে ১৮৭ (কাপুগেদারা ৫৫, কান্দাম্বি ৩১, কুলাসেকারা ২০, সাঙ্গাকারা ১৭; নেহরা ৪/৪০)। ফল: ভারত ৮১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: দিনেশ কার্তিক
ম্যান অব দ্য সিরিজ: শহীদ আফ্রিদি

No comments

Powered by Blogger.