রোবেন আইল্যান্ডে রোবেনরা

বিতীয় রাউন্ডের টিকিট তাঁরা আগেই কেটে রেখেছিলেন। তবে দলের কাছ থেকে আরও ভালো কিছু পাওয়ার আশা হল্যান্ড কোচ বার্ট ফন মারউইকের। সে কারণেই কিনা কাল ক্যামেরুনের সঙ্গে মাঠে নামার আগের দিন শিষ্যদের বায়ু পরিবর্তন করাতে চাইছিলেন, আরিয়েন রোবেনদের নিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তীর্থস্থানতুল্য রোবেন আইল্যান্ডে। সেখানে ঘুরেফিরে শুধু বায়ু পরিবর্তনই হয়নি, ডাচ ফুটবলাররা পেয়েছেন নতুন অনেক অভিজ্ঞতাও।
পরশু সকালে খানিকটা তড়িঘড়ি করেই অনুশীলন সেরে নিয়েছিলেন মারউইক-শিষ্যরা। এরপর কেপটাউন থেকে একটা ফেরিতে চেপে রোবেন আইল্যান্ডের উদ্দেশে যাত্রা। ফেরিতে হইহুল্লোড় করে বেশ একটা পিকনিকের আমেজেই ছিলেন সবাই। কিন্তু রোবেন আইল্যান্ডে পা রাখতেই পাল্টে যায় সবকিছু।
নেলসন ম্যান্ডেলার একসময়ের বন্দিজীবনের ঠিকানা রোবেন আইল্যান্ড। শিষ্যদের দ্বীপটি ঘুরিয়ে দেখানোর পর মারউইক বললেন, ‘ফটক দিয়ে ভেতরে ঢুকে বন্দীরা কোথায় কীভাবে ছিলেন, সেসব দেখা-জানা এককথায় বিস্ময়কর। খেলোয়াড়দের এমন কিছু দেখানো একটা চমৎকার আইডিয়া, তাদের এটা কাজেও লাগবে।

No comments

Powered by Blogger.