কেনিয়ার কারাবন্দীরাও ভোট দেবেন

কেনিয়ার নতুন সংবিধান প্রণয়নে আগামী আগস্টে অনুষ্ঠেয় গণভোটে দেশটির কারাবন্দীরা ভোট দিতে পারবেন। আফ্রিকার দেশটিতে বন্দীদের ভোটে অংশ নেওয়ার ঘটনা এটিই প্রথম। দেশটির উপকূলীয় শহর মোম্বাসার একটি কারাগারের একজন বন্দীর এ সম্পর্কিত একটি পিটিশন দায়েরের পর আদালত এ আদেশ দেন। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
মানবাধিকার সংগঠন দ্য কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটসের (কেএনসিএইচআর) কর্মকর্তা হাসান ওমার হাসান বলেন, সিদ্ধান্তটি গ্রহণযোগ্য। কারাগারে বন্দীদের স্বাধীনতা থাকে না। তাই বন্দীদের অন্যান্য অধিকার সংরক্ষণ করা উচিত।

No comments

Powered by Blogger.