সোদারলিংয়ের শিকার এবার ফেদেরার

ফ্রেঞ্চ ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘাতক হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করে ফেললেন রবিন সোদারলিং। সুইডেনের এই টেনিস তারকা গত বছর মাটির কোর্টের রাজা রাফায়েল নাদালকে রোলাঁ গাঁরোতে আটকে দিয়েছিলেন চতুর্থ রাউন্ডে। এবার বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরারও হেরে গেলেন তাঁর কাছে। কাল র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ফেদেরারকে ৩-৬, ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে সোদারলিং উঠে গেছেন সেমিফাইনালে।
কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে গত ছয় বছরে এই প্রথম সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরার। টানা ২৩টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার রেকর্ডটাও তাই থেমে গেল এখানেই। অন্যদিকে গতবার এই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ফেদেরারের কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নিলেন সোদারলিং। ফেদেরারের বিপক্ষে আগের ১২ ম্যাচের প্রতিটিই হেরেছিলেন তিনি।
পরপর দুই বছর দুই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারানো নিশ্চয়ই এক ইতিহাস। ওদিকে সোদারলিংয়ের দিনে ইতিহাস গড়েছেন ফ্রান্সেসকো শিয়াভোনেও। এই ২৯ বছর বয়সী ওপেন যুগে প্রথম ইতালিয়ান নারী হিসেবে উঠে এসেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে।

No comments

Powered by Blogger.