শ্রীলঙ্কা হারাল জিম্বাবুয়েকে

আগের ম্যাচেও রান পেয়েছিলেন, তবে তিলকরত্নে দিলশানকে ঠিক তাঁর মতো লাগেনি। লাগল কাল, আর তাতে ভুগল জিম্বাবুয়ে। দিলশানের ৪৫ বলে ৬০ রানের অপরাজিত ইনিংসে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের ১১৮ রান টপকে গেছে ৯ উইকেট ও ৬৪ বল হাতে রেখেই। ত্রিদেশীয় সিরিজের প্রথম রাউন্ড শেষে তিন দলেরই পয়েন্ট এখন ২। বুলাওয়েতে বৃষ্টির জন্য ২৬ ওভারে নেমে আসা ম্যাচে হ্যামিল্টন মাসাকাদজার ৬২ রানের পরও জিম্বাবুয়ে অলআউট হয়ে যায় মাত্র ১১৮ রানে। ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচসেরা সুরাজ রণদিভ। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ২৪.৫ ওভারে ১১৮ (মাসাকাদজা ৬২, টেলর ২, ল্যাম্ব ১০, আরভিন ৭, কভেন্ট্রি ১১, চিগুম্বুরা ১, ব্লিগনট ১, ক্রেমার ২, উতসেয়া ০, প্রাইস ৯, পোফু ০; রণদিভ ৩/২৩, জীবন মেন্ডিস ২/১২, অজন্তা মেন্ডিস ২/২১, ফার্নান্দো ২/২৬)। শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ১১৯/১ (থারাঙ্গা ৪০, দিলশান ৬০*, চান্দিমাল ১১*)।

No comments

Powered by Blogger.