মার্কিন ভাস্কর লুই বুজোয়ার জীবনাবসান

ফরাসি বংশোদ্ভূত মার্কিন ভাস্কর লুই বুজোয়া গত সোমবার নিউইয়র্কে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুর দুই দিন আগে তিনি হূদরোগে আক্রান্ত হন।
১৯৩৮ সাল থেকে নিউইয়র্কে বসবাস করে আসছেন বুজোয়া। দীর্ঘ কেরিয়ারের শেষের দিকে তিনি খ্যাতি অর্জন করেন।
বুজোয়ার তৈরি বিশালাকৃতির মাকড়শা ভাস্কর্য বিশ্বজুড়ে প্রদর্শিত হয়েছে। এই ভাস্কর্য তৈরির পর তিনি ‘স্পাইডারউইমেন’ হিসেবে পরিচিতি অর্জন করেন।
১০ বছর আগে লন্ডনের টেইট মর্ডানে প্রথম যে ভাস্কর্যগুলো প্রদর্শিত হয়েছিল, সেগুলোর মধ্যে বুজোয়ার তৈরি চারটি ভাস্কর্য স্থান পেয়েছিল।

No comments

Powered by Blogger.