লির চোখে বিশ্বকাপ ২০১১

আবারও ইনজুরির কবলে ব্রেট লি। আবারও সংশয়ে এই গতিতারকার ক্যারিয়ার। কোনো সংবাদমাধ্যম নয়, খোদ অস্ট্রেলীয় প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলছেন, দলে ফিরতে হলে এখন ব্রেট লিকে নিজের সেরাটা দেখিয়েই ফিরতে হবে।
একের পর এক ইনজুরিতে জর্জরিত ব্রেট লি টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন আশা নিয়ে। অনুশীলন ম্যাচে মাঠেও নেমেছিলেন। কিন্তু আবার কনুইয়ের কাছে মাংসপেশিতে চোট পেয়ে ফিরে যেতে হয়েছে দেশে। এর মাত্র কিছুদিন আগে আইপিএলে খেলতে গিয়ে পায়ের বুড়ো আঙুল ভেঙে ফেলেছিলেন। আইপিএলে খেলতে এসেছিলেন কনুইয়ের একটা অস্ত্রোপচারের পর! ওয়েবসাইট।
তবে আবার ইনজুরির ধাক্কায় লি খুব ভেঙে পড়েননি। ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করে আমি অবশ্যই হতাশ। তাই বলে আমি একেবারে মুষড়ে পড়েছি, ভেঙে পড়েছি বা ঘুমের মধ্যে কান্নাকাটি করছি; এমন নয়। অন্যান্য সময়ের মতোই অনুশীলন করছি, দৌড়াচ্ছি, ভালো করার জন্য সবকিছুই করছি।’ লি এসব করছেন এই উপমহাদেশে বিশ্বকাপে খেলার লক্ষ্যে,’ খেলাটা ভারতে হবে। আর ভারতকে আমি নিজের দ্বিতীয় বাড়ি মনে করি। এই বিশ্বকাপে আমি অবশ্যই ভালো কিছু করতে চাই।’

No comments

Powered by Blogger.