এক ওভারে ৫ উইকেট হারিয়েও অস্ট্রেলিয়ার জয়

এক ওভারে ৫ উইকেট হাওয়া, কোনো রানও হয়নি। যে দলের এমন অবস্থা হয়, হোক না টি-টোয়েন্টি, ইনিংস শেষে সেই দলের স্কোর বোর্ডে কত রান জমা পড়বে, অনুমান করতে পারেন? যদি শোনেন সেই দলের স্কোর বোর্ডে ২০ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ১৯১ রান এবং ম্যাচ শেষে সেই দলটিই জয়ী, তাহলে নিশ্চয়ই অবাক হবেন।
কাল পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া এটাই করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম এক ওভারে ৫ উইকেট পড়ার ঘটনা জন্ম দিয়েও ৩৪ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ১৯২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৭ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এক ওভারে ৫ উইকেট পড়ার ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ওভারে। রান যা করার এর আগেই করেছে তারা। ওয়াটসন ও মাইক হাসির দারুণ দুটি ইনিংসের কল্যাণেই আসলে ১৯১ রান তুলতে পেরেছে তারা। ৪৯ বলে ৭টি চার ও ৪টি ছয়ে ৮১ রান করেছেন ওয়াটসন। আর হাসি ৫৩ রান তুলেছেন ২৯ বলে। ২টি চার ও ৫টি ছয় মেরেছেন তিনি। তৃতীয় উইকেট জুটিতে ৯৮ রান তুলেছেন ওয়াটসন-হাসি।
পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাঈদ আজমল নিয়েছেন তিনটি করে উইকেট। আমিরের পাওয়া উইকেট তিনটি শেষ ওভারে। বাকি দুটি হয়েছে রানআউট।

No comments

Powered by Blogger.